স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার জেলার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) পদে পদোন্নতি পেয়েছেন ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মুহাঃ মশিদুল হক। তাকে বগুড়ার জেলার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
শুক্রবার (২০ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
মশিদুল হক ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে ধুনট উপজেলা কৃষি কর্মকর্তার পদে যোগদান করেন। তিনি অল্প সময়ের মধ্যে ধুনট উপজেলার ১০টি ইউনিয়নের কৃষির উন্নয়নে অনেক সাফল্য অর্জন করেছেন।
তিনি চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা।