শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
২০০৪ সালের ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জাতীয় নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে বর্বোরচিত গ্রেনেড হামলায় আইভি রহমান সহ ২৪ জন আওয়ামী লীগ নেতৃবৃন্দকে হত্যাকান্ডের মূল হোতা তারেক জিয়া সহ সকল আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ আগস্ট) সকাল ৯টায় বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ইন্টারনেটে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।