এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
২১ আগস্ট বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে এবং নিহতদের স্মরণে শনিবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাহালু ইউসিসিএলিঃ এর চেয়ারম্যান কামাল উদ্দিন কবিরাজ।
সভায় বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সুলতান আলী কবিরাজ, সাবেক ধর্মীয় বিষয়ক সম্পাদক শাহজাহান আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী টনি, সহ-সভাপতি ইউসুফ আলী. উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ,
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ন আহম্মেদ উচ্ছাস, উপজেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রুহুল আমিন, আওয়ামীলীগনেতা নয়ন তালুকদার, যুবলীগনেতা শোয়াইব প্রমূখ।
আলোচনা সভা শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।