স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
সিরাজগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি হেরোইনসহ ২ র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর একটি দল। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ২টি মোবাইলফোন এবং নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- রাজশাহী জেলার -দুর্গাপুর থানাধীন বর্ধনপুর গ্রামের মৃত জোব্বার মোল্লার ছেলে আলতাফ মোল্লা (৪০) এবং একই গ্রামের আব্দুস সোবহান মন্ডলের ছেলে জয়নাল (৩৬)।
র্যাব-১২, এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন ঢাকা রাজশাহী হাইওয়ে সড়কের ৯নং ব্রীজের উপরে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় এক হাজার সত্তোর গ্রাম হেরোইনসহ ২ জন র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এব্যাপারে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।