স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩৩৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর একটি দল। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান (চট্র মেট্রো-ট-১১-৭০৮৬), ২টি মোবাইল, ৩টি সীমকার্ড এবং নগদ টাকা জব্দ করা হয়।
রবিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার শাজাহানপুর থানাধীন বীরগ্রাম বাজার এলাকায় একটি চেকপোষ্ট স্থাপন করে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন ইসলামবাগ গ্রামের মৃত আব্দুল ওয়াহিদ খাঁনের ছেলে তাজু খাঁন (৩২) এবং রসুলপুর গ্রামের মৃত কুদ্দুসের ছেলে আসলাম (৪৯)।
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার, স্কোয়াড্রন লীডার সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেন্সিডিল এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে ৩৩৬ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।