স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ চাঁন মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ী বগুড়ার সারিয়াকান্দি থানাধীন হাটবাড়ী গ্রামের জয়নাল সরকারের ছেলে।
বগুড়া ডিবির এসআই মো: ওয়াদুদ আলী পিপিএম জানান, গ্রেফতারকৃত চাঁন মিয়া দীর্ঘদিন ধরে মাদকব্যবসা পরিচালনা করে আসছিল। মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সোনাতলা থানাধীন মহেষপাড়া ভ্যান স্ট্যান্ড এলাকা থেকে ২ কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার (২৫ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে।