জাফরুল সাদিক, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক ও জনপথ বিভাগের আওতায় সড়কের দু’পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এছাড়াও সড়কের দু’পাশ থেকে ১৫৭টি অবৈধ ভবনগুলোর বর্ধিত অংশ ভেংগে ফেলা হয়। স্থাপনার মধ্যে কয়েকটি বহুতল ভবনও রয়েছে।
বগুড়া সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার মো. দেলোয়ার হোসেন জানান, বুধবার সকাল ১১টা থেকে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলার ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন।
বগুড়া সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আমানুল্লাহ বলেন, বুধবার সকাল থেকে-বিকাল পযর্šÍ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বগুড়ার গাবতলী উপজেলান নেপালতলী, বাইগুনী, শাহবাজপুর বাসস্ট্যান্ড পর্যন্ত এবং সারিয়াকান্দি পৌর এলাকার বাঙ্গালী ব্রীজ থেকে মুত্তিযোদ্ধা মোড়ের আগে কর্মসংস্থান ব্যাংক পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।