স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় পুকুরের পানিতে ডুবে মোহিনী খাতুন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দেওগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মোহিনী খাতুন ওই গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।
বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ এতথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে মোহিনী খাতুন বাড়ির পাশের পুকুরে হাত-পা ধোয়ার জন্য যায়।
এ সময় অসাবধানতাবসত পা পিছলে পুকুরে পড়ে যায় সে। স্বজনরা অনেক খোঁজাখুজির এক পর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।