গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া গাবতলী সুখান পুকুর পারকাঁকড়া যুব সমাজের উদ্যোগে কাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিবাহিত বনাম অবিবাহিত দলের ফুটবল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগষ্ট) টূর্ণামেন্টের উদ্বোধন করেন গাবতলী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাঙ্গা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আকতার হোসেন, পুলিশ সুপার ডি.আই.জি কার্যালয় রংপুর।
সুখানপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমএ হাকিম মতিন মাস্টার সভাপতিত্বে উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার,সুখানপুকুর ইউনিয়ন আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আব্দুর গফুর মাষ্টার, প্রবীন আ’লীগ নেতা শরৎ মাষ্টার, বিমল মাস্টার, ছাত্রলীগ নেতা আবুবক্কর সিদ্দিক আহাদ, সুখানপুকুর ইউনিয়ন যুবলীগের যুগ্নআহবায়ক আব্দুল মতিন, সুখানপুকুর ইউনিয়ন কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক আরিফুল ইসলাম পেস্তা, সুখানপুকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজল আওয়ামী লীগ নেতা মিজানুর, বিপুল, আমিনুর, বকুল,মামুন প্রমুখ।