শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
“বেশী বেশী মাছ চাষ করি বেকারত্ব দুর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজিপুরে মৎস্য বিভাগের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মৎস্য কর্মকর্তার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) সকাল ১০ টায় কাজিপুর মৎস্য অফিস কার্যালয়ে মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জাতীয় সম্পদ মাছের উৎপাদন বৃদ্ধি কল্পে কাজিপুরে উৎপাদন বিষয়ক প্রচার প্রচারনায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
এ সময় মৎস্য কর্মকর্তা ছাড়াও ক্ষেত্র সহকারি মনিরুজ্জামান, জাহাঙ্গির আলম ও কাজিপুর ইউনিয়ন লিভ আব্দুল মান্নান খোকা, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি শাহাজাহান আলী ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।