শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
কাজিপুরে খাদ্য বান্ধব কর্মসূচির সুষ্ঠ বন্টন বিষয়ে মতবিনিময় সভা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৯ (আগস্ট) খাদ্য বিভাগ কাজিপুর অফিসের আয়োজনে খাদ্যবন্ধব কমিটির সভাপতি ইউ এন ও জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
তিনি বলেন, অভাবী মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রসংশনীয় এই উদ্যোগ যথাযথভাবে পালন করতে হবে। তিনি আরও বলেন, খাদ্য বন্টনে কোন অনিয়ম হলে কঠিন শাস্তি পেতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাদ্য কর্মকর্তা মোঃ আব্দুস সোবহান, গুদাম কর্মকর্তা মিজানুর রহমান, কাজিপুর মিলমালিক সমিতির সম্পাদক আব্দুর রাজ্জাক, ডিলার সাইদুল ইসলাম, সাংবাদিক শাহজাহান আলী প্রমূখ।
এসময় ইউপি চেয়ারম্যান এবং সকল ইউনিয়নের ডিলারগণ উপস্থিত ছিলেন