জাফরুল সাদিক, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলার পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করেনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য জনাবা সাহাদারা মান্নান।
রবিবার (২৯ আগস্ট) সকালে সারিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষ্যে উক্ত পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেল মিয়া, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, এমপি পুত্র সাকাওয়াত হোসেন সজল, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার গোলাম মেরশেদ, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম, চালুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সওকত আলী প্রমূখ।