স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনটে রাসেল আহমেদ (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারী পরোয়ানামূলে আটক করেছে পুলিশ।
সোমবার (৩০ আগস্ট) সকালে ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে ধুনট পৌর এলাকার বাইপাস সড়ক থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাসেল আহমেদ ধুনট পূর্বভরনশাহী গ্রামের গোলজার শেখের ছেলে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ২০২০ সালের একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।