স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরাফাত রহমান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর একটি দল।
সোমবার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে বগুড়া জেলার গাবতলী থানাধীন মড়িয়া গোলাবাড়ি বাজার এলাকার নিজ বাড়ি থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরাফাত রহমান ওই গ্রামের গোলাম রব্বানীর ছেলে।
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার সোহরাব হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা বগুড়া জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার গাবতলী থানায় সোপর্দ করা হয়েছে।