গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার গাবতলীতে মাদকদ্রব্য সেবনের দায়ে লিখন নুরনবী (২৪) নামে এক যুবককে ৬ মাসের সাজা কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
দন্ডাদেশপ্রাপ্ত ওই যুবক গাবতলী উপজেলার সোন্দাবাড়ী গ্রামের আব্দুল মালেকের ছেলে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান এতথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে থানার পুলিশ সদস্যদের নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ তাকে গ্রেফতার করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে নুরনবীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।