এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ইং উদযাপনের ৩য় দিন সোমবার সকালে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে মৎস্য পোনা উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মৎস্যচাষী ও হ্যাচারীর মালিক বেলাল উদ্দিন কবিরাজ।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র কাহালু উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোছা. রাইহাতুন নাহার, সহকারি উপজেলা মৎস্য কর্মকর্তা তহিদুল ইসলাম, কাহালু মৎস্য পোনা উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আব্দুর রাজ্জাক, ক্ষেত্র সহকারি বোরহান আলী, ক্ষেত্র সহকারি (এনএটিপি-২) তাছলিমা খাতুন সহ প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবিবৃন্দ।