স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলীম বাবু (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ আগষ্ট) সকাল ৯ টায় উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলীম বাবু ওই এলাকার আবুল হোসেনের ছেলে।
নিমগাছী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মনিরুজ্জামান এতথ্য নিশ্চিত করে জানান, নাংলু গ্রামের আবুল হোসেন তার নিজ ঘর থেকে বৈদ্যুতিক তার টেনে তার ডেইরী ফার্মে গরুকে গোসল করানোর জন্য বৈদ্যুতিক মটর সংযোগ দেন। কিন্তু বৈদ্যুতিক তার লিকেজ হয়ে তার টিনশেড বাড়ীটি বিদ্যুতায়িত হয়।
এসময় অসাবধানতাবসত শিশু আলীম হামাগুড়ি দিয়ে টিনের সংস্পর্শে আসলে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে মাটিতে পড়ে থাকে।
পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশু আলীম বাবুর মৃত্যু হয়।