স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) থেকে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দিন ব্যাপি চলবে করোনার টিকা প্রদানের কার্যক্রম।
অনুসন্ধানবার্তা’কে এবিষয়টি নিশ্চিত করেছেন ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিবুল হাসিব।
তিনি জানান, ধাপে ধাপে করোনার টিকা প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে তিন দিন ব্যাপি করোনার টিকা প্রদান করা হবে।
তিনি আরো জানান, প্রায় সাড়ে ৭০০ করোনার টিকা মজুদ রয়েছে। আগামী তিন দিনের মধ্যে টিকা প্রদান করা না গেলে তা ফেরত পাঠানো হতে পারে। তাই যারা রেজিষ্ট্রেশন করে ২য় ডোজের অপেক্ষায় এবং ১ম ডোজ টিকা নিবেন তাদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ারও আহবান জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।