নাজমুস সাকিব আপেল, অনুসন্ধানবার্তা :
বগুড়া’র শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর ) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে এসআই সাচ্চু বিশ্বাস, এস আই রাম জীবন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেন।
গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজার জেলার ঈদগাও থানাধীন ধর্মের ছড়া গ্রামের আবুল কাশেমের ছেলে ওসমান গনি ওরফে মাসুদ (৪২), একই থানাধীন পশ্চিম ভাদীতলা গ্রামের মোঃ এজার মিয়ার ছেলে ওমর ফারুক (২১) এবং নাটোর জেলার সিংড়া থানার কচুয়া গ্রামের দুলালের ছেলে মিন্টু (৩০)।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।