স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী স্বার্থ সংরক্ষণ কমিটির প্রথম সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া শহরের সাতমায় হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংগঠনের সভাপতি জনাব আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই রুবেলের পরিচালনায় উক্ত সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তব্য রাখেন, গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সাধারণ সম্পাদক আঃ হান্নান, হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আঃ মোমিন মন্ডল, বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা সহ প্রমুখ নেতৃবৃন্দ।
উক্ত সম্মেলনে, বগুড়া জেলার ২৯টি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সংগঠনের মধ্যথেকে ১১৩জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে নেতৃবৃন্দ নির্বাচিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ¦ আমিরুল ইসলাম আমি, সদস্য- এ.কে.এম গোলাম আনসারী স্বপন, বাবলু মোল্লা, আঃ মতিন, ৪সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচন পরিচালনা করেন।
নির্বাচনে সভাপতি পদে বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সভাপতি আলমগীর হোসেন আলম, গৃহ নির্মাণ শ্রমিক নেতা তাজরুল ইসলাম তারাজুল কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দীতা করেন। হোটেল শ্রমিক নেতা আঃ মোমিন মন্ডল ও লেদ শ্রমিক নেতা লিটন শেখ বাঘা, কার্যকরী সভাপতি পদে ২জন প্রতিদ্বন্ধীতা করেন।
হোটেল শ্রমিক নেতা শাহ আলম খোকন, ষ্টিল ওয়েল্ডিং নেতা মীর আলম মন্ডল, সাংগঠনিক সম্পাদক পদে ৩জন প্রতিদ্বন্ধীতা করেন। দর্জি শ্রমিক নেতা ফেরদৌস আলম, বেকারী শ্রমিক নেতা হাসান তালুকদার, সেলুন শ্রমিক নেতা- জাহাঙ্গীর মিয়া। উল্লিখিত ৩টি পদে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বীতা করেন। কার্যকরী সভাপতি পদে শাহ আল খোকন- ৭৮, সাধারণ সম্পাদক পদে লিটন শেখ বাঘা- ৬৪ ও সাংগঠনিক সম্পাদক পদে ফেরদৌস আলম- ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়।