কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
কাজিপুর উপজেলায় ২ গ্রাম হেরোইন সহ বাবু মিয়া ওরফে কানা বাবু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ী কাজিপুর উপজেলার চরকাদহ গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত বাবু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা চালিয়ে আসছিল।
শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।