স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বন্যা কবলিত ৪০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ১০০ পরিবারের মাঝে শিশু খাদ্য এবং ১০০ পরিবারের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বরকতউল্লাহ্, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ্ আল কাফি, ভান্ডারবাড়ী ইউপি চেয়ারম্যান আতিকুল করিম আপেল, ধুনট উপজেলা আ’লীগের সহ-সভাপতি রেজাউল করিম দুলাল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, ইউপি সদস্য আব্দুল আলিম প্রমূখ।