স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬১ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে ডিবি পুলিশ।
রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া জেলার শেরপুর থানাধীন শালফা কলেজপাড়া এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন মুরারীপুর মৃত মাহাবুব হাওলাদারের ছেলে মনিরুজ্জামান হাওলাদার ওরফে মনির হোসেন (৪০) ও নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন ফার্শিপাড়া (চৌধুরী পাড়া) এলাকার মকবুল হোসেনের ছেলে মনিরুজ্জামান ওরফে ধলাই (৪১)।
গ্রেফতারকৃতদের মধ্যে মনির হোসেন শেরপুর থানাধীন ধুনট মোড় খাদ্য গোডাউনের পেছনে প্রফেসর আঃ কাদের নামে এক ব্যক্তির বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
বগুড়া ডিবির ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত মনির হোসেনের বিরুদ্ধে বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন থানায় ১৩টি এবং ধলাইয়ের বিরুদ্ধে ২ টি মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।