শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
কাজিপুন উপজেলার প্রত্যন্ত চর নাটুয়ারপাড়া চরাঞ্চল থেকে এক স্কুল ছাত্রীকে অপহরণের এক মাসেও উদ্ধার হয়নি। এতে মেয়েটির জীবন সংশয় রয়েছে বলে তাঁর স্কুল শিক্ষক পিতা মেয়েটিকে উদ্ধারে সংশ্লিষ্ট উদ্ধোতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
কাজিপুর থানায় অপহৃতার বাবা নাটুয়ারপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শহিদুল ইসলাম লিখিত অভিযোগে জানিয়েছেন, তার নাবালিকা মেয়ে নাটুয়ারপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী (১৪) কে গত ২২ জুলাই ভোর ৬টায় বাড়ির পাশ্বে রাস্তায় হাটাহাটি করার সময় নাটুয়ারপাড়া ইউনিয়নের উত্তর রেহাইশুরিবেড় গ্রামের বদিউজ্জানের বখাটে ছেলে রাসেল ও তাঁর সহযোগিরা মিলে অপহরণ করে নিয়ে যায়।
তিনি আরো জানান, অপহরণের এক মাস অতিবাহিত হলেও তাঁর মেয়ে এখনও উদ্ধার না হওয়ায় তার জীবন সংশয় নিয়ে তিনি চিন্তিত হয়ে পড়েছেন।
তবে এ ব্যাপারে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইসলাম বলেন, ঘটনাটি অপহরণের মত নয়। তবে মেয়েটি নাবালিকা হওয়ায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারে সর্বাত্বক প্রচেষ্টা করা হচ্ছে।