নাজমুস সাকিব আপেল, অনুসন্ধানবার্তা :
বগুড়ার শেরপুর উপজেলায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা সহ হালনাগাদ ড্রাগ লাইসেন্স না থাকার অপরাধে এক ঔষধ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুর হাসপাতাল সড়কের আল রাজী ক্লিনিকের মেডিসিন কর্নারে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ময়নুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।