স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার মালতিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মুজিববর্ষ উপলক্ষে গাছের চারা বিতরণ ও ১৫ আগস্ট উপলক্ষে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরন করেন মালতিনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর সিপার আল বখতিয়ার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জামিল উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বগুড়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গোলাম মাহবুব মোরশেদ, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও ভাইপাগলা মাজার প্রকল্প সংস্থার সভাপতি এবিএম জহুরুল হক বুলবুল, সহকারি প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি আফরুজা খানম।