রাকিব মাহমুদ ডাবলু, গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া গাবতলী উপজেলার তনীর হাট এলাকায় বালু উত্তোলনের ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান এ অভিযান পরিচালনা করেন।
জানাগেছে, গাবতলী উপজেলার তনীর হাট এলাকায় রিপন মিয়া নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল। সংবাদ পেয়ে বৃহস্পতিবার বিকেলে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ বালু উত্তোলণের ড্রেজার মেশিন ধ্বংস করেন। এসময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।