স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সম্রাট মিয়া (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) বিকালে বগুড়া শহরের চকসূত্রাপুর বাদুরতলা এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সম্রাট মিয়া চকসুত্রাপুর বাদুরতলা মধ্যপাড়া এলাকার আকবর বাদশার ছেলে।
বগুড়া ডিবির ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সম্রাট মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়।
এঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত সম্রাট মিয়ার বিরুদ্ধে আরো ১টি মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।