এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু বাজারের স্টেশন রোডে একটি ওয়েলডিং দোকানে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সোহেল হোসেন (২৫) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ওই ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহত সোহেল হোসেন কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ভেটিসোনাই গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সোহেল হোসেন কাহালু বাজারের স্টেশন রোডে আব্দুল মোমিনের ওয়েলডিং দোকানে কাজ করতেন। শনিবার দুপুরে একটি নসিমন (ভটভটি) গাড়ীতে ওয়েলডিং এর কাজ করার সময় অসাবধানতাবসত সোহেল হোসেন বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কাহালু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।