স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার মোকামতলা এলাকায় একটি কার্গো ট্রাকের চাপায় মুক্তার হোসেন (১২) নামের এক শিশুর নিহত হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তার হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গোপালপুর এলাকার দুলা সরকারের ছেলে। এ ঘটনায় ওই কার্গো ট্রাকটি আটক করেছে হাইওয়ে পুলিশ।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দের এসআই মনোয়ার হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, রংপুর থেকে ঢাকাগামী কার্গো ট্রাকটি সামনের অটোভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানের যাত্রী শিশু মুক্তা হোসেন সড়কে ছিটকে পড়ে গেলে ওই কার্গো ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।