স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার নন্দীগ্রামে খেলতে গিয়ে পুকুরে ডুবে আব্দুল্লাহ্ আল নোমান (৬) এবং জাহিদ হাসান (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলা সদরের কৈডালা গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে এক সঙ্গে একই এলাকায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, কৈডালা গ্রামের বুলু মিয়ার ছেলে আব্দুল্লাহ্ আল নোমান এবং একই গ্রামের আব্দুল আজিজের ছেলে জাহিদ হাসান পুকুর পাড়ে খেলতে যায়।
এসময় তারা সবার অজান্তে দুপুর সাড়ে ১২টার দিকে নিখোঁজ হয়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকেল ৪টার দিকে পুকুরের ভিতর থেকে শিশু দু’টির লাশ পাওয়া যায়। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।