শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
কাজিপুর উপজেলার সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ সেপ্টম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-১ আসনের (কাজিপুর) সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, শাপলা খাতুন সহ বিভিন্ন অফিসের সরকারী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ।
সভায় প্রধান অতিথি এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি, প্রতিবন্ধকতা ও প্রতিকার বিষয়ে স্থানীয় দপ্তর প্রধানদের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ গ্রহণ করেন।