স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনটে ওয়ারেন্টভুক্ত ১২ মামলার আসামী সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ধুনট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামীরা হলো- ধুনট পৌর এলাকার চরপাড়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮), নিমগাছী ইউনিয়নের ঝিনাই গ্রামের শামছুলের ছেলে আজাদুল (৩২), একই গ্রামের মৃত সিদ্দিকুরের ছেলে ফিরোজ সরকার (৫৫), শামছুলের ছেলে মাহমুদুল (৩৫) ও চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামের ফরিদের ছেলে গাজিউল হক (৪৫)।
ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল হক জানান, বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে ৫জনকে গ্রেফতার করে রবিবার সকালে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে আব্দুর রাজ্জকের বিরুদ্ধে ১২ টি মাদক মামলা রয়েছে।