সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার নরপতির ধাপ চত্বরে বিহার ইউনিয়ন যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) ইউনিয়ন যুবলীগ নেতা মোজাক্কের হোসেনের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবলীগ নেতা সাজেদুর রহমান সিজু, তোফায়েল আহমেদ কোয়েল, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক খ.ম শামীম, যুবলীগ নেতা শহিদুল ইসলাম শহীদ, মনোয়ার হোসেন, মতিউর রহমান মতিন, শাহাবুদ্দিন শিবলী, হারুনুর রশিদ, নাছির উদ্দিন নান্নু, আজিজুল হক মিলন,
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোনায়েন হোসেন ইকবাল সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ঠান্ডা প্রমুখ। কর্মী সভা শেষে মতিউর রহমান মতিন কে আহবায়কজ করে বিহার ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়।