সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দুটি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মোড়াইল-মাঝিহট্ট ও নলডুবি কেলুঞ্জা স্কুল সংযোগ সড়ক পাকা করণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা যুব সংহতির আহ্বায়ক হুসাইন শরিফ সঞ্চয়, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, সমাজ সেবক এসকেন্দার আলী সাহানা প্রমুখ।
এরপর সংসদ সদস্য পৃথক ২টি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।