এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কাহালু থানা চত্বরে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমবার হোসেনের সভাপতিত্বে উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুর রশিদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাহালু উপজেলা চেয়ারম্যন আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম-সার্কেল) আহমেদ রাজিউর রহমান।
কাহালু থানার এসআই নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো: হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি সিনিয়র সাংবাদিক মো. আব্দুস ছালেক তোতা, কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেলাল হোসেন, নারহট্র ইউ পি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল, পাইকড় ইউ পি চেয়ারম্যান মো. মিটু চৌধুরী প্রমূখ।