স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনটের সীমান্তবর্তী গাবতলী উপজেলার বালিয়াদিঘি মডেল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের নার্সারীতে বিষ প্রয়োগ করে এক বিঘা জমির মরিচ গাছের চারা বিনষ্ট করেছে দূর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানাগেছে, বালিয়াদিঘি গ্রামের মোজাহার আলীর ছেলে সঞ্জু মিয়া ৬ বিঘা জমিতে মায়ের দোয়া ভাই-ভাই নার্সারী গড়ে তোলেন। তিনি নাসারীতে বিভিন্ন মৌসুমী সবজী ও ফসলের চারা উৎপাদন করে করেন। এবার তিনি তার ১ বিঘা জমিতে হাইব্রিড সনি, ১৮০১, গ্রীন ফায়ার সহ বিভিন্ন জাতের মরিচের চারা উৎপাদন করেছেন।
কিন্তু গত শনিবার রাতে কে বা কারা কৃষক সঞ্জু মিয়ার ১ জমিতে বিষ প্রয়োগ করে। পরদিন সকালে মরিচের সব গাছগুলোই মরে যায়।
মঙ্গলবার এব্যাপারে কৃষক সঞ্জু মিয়া অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে বিষ প্রয়োগ করে আমার ১ বিঘা জমির চারা গাছ নষ্ট করেছে। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এব্যাপারে আমি প্রশাসনের সুষ্টি কামনা করছি।