স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
আগামীকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বগুড়ার ধুনট উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে ধুনট পৌর চত্বরে প্রধান অতিথি হিসেবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করবেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস এর প্রকল্প পরিচালক বিগ্রেঃ জেনারেল আবুল কাশেম মোঃ ফজলুল কাদের, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম- সেবা), বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত ও ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ্।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ধুনট পৌর চত্বরে উদ্বোধনের মাধ্যমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।