কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে আশিক (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার শালগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশিক সে ওই গ্রামের বেলাল হোসেনের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, আশিক বন্ধুদেও সঙ্গে বাড়ির পাশে খেলার মাঠে ফুটবল খেলছিল।
এ সময় হঠ্যাৎ করে বৃষ্টিপাত ও কালো মেঘের গর্জন শুরু হয়। তখন সহপাঠিরা পাশের এক বাড়িতে আশ্রয় নিলেও ওই শিশু আশিক বল আনতে ওই মাঠে যায়। এসময় হঠ্যাৎ করে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুধবার সকালে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।