শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সোহেল রানা। নেশার সাথে রয়েছে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবকেও তেমন পাত্তা দেয় না সে।
গত মে মাসে একই ইউনিয়নের বেশ কয়েকজন বয়স্ক ও বিধবার মোবাইল ফোনে পাঠানো সরকারী অর্থ পিন নম্বর পরিবর্তন করে উত্তোলনের ঘটনা প্রামাণিত হওয়ায় তাকে চাকুরি থেকে চাকুরিচ্যুত করা হয়েছে।
বৃহস্পতিবার কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার বরখাস্ত সংক্রান্ত পত্রে স্বাক্ষর করেছেন।
জানা গেছে, গান্ধাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম গত ১ জুন গ্রামপুলিশ সোহেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনওকে অনুরোধ করেন। কারণ হিসেবে তিনি সোহেলের বিরুদ্ধে চকদামপুর গ্রামের তিনজন বয়স্ক ও বিধবা ভাতা কার্ডের সরকারী টাকা পিন নম্বর পরিবর্তন করে আত্মসাতের অভিযোগ করেন।
এরপর নিয়মানুযায়ী তাকে কারণ দর্শানোর নোর্টিশ প্রদান করা হয়। পরে গ্রামপুলিশ সোহেল নিজের ভুল স্বীকার করেন। উত্তরে সন্তুষ্ট না হয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী গ্রাম পুলিশ গঠন, প্রশিক্ষণ, শৃংখলা ও চাকুরির শর্তাবলী সম্পর্কিত বিধিমালা ২০১৫ এর বিধি ২৭(৬) মোতাবেক তাকে বরখাস্ত করেন।