শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
“বই পড়ুন আলোকিত মানুষ গড়ুন” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপাকুরে পাঠাগারের নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ হেরিটেজ স্ট্যাডি এন্ড ডেভলপমেন্ট ফাউন্ডেশন গাইবান্ধার সার্বিক সহযোগিতায় দেলওয়ার হোসেন চৌধুরী স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।
দেলওয়ার হোসেন চৌধুরী স্মৃতি পাঠাগারের সভাপতি মারুফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হেরিটেজ স্ট্যাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, বাংলাদেশ হেরিটেজ স্ট্যাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গাইবান্ধার সভাপতি প্রেসক্লাব গাইবান্ধা (গোরস্থান রোড) সভাপতি কে.এম নেয়ামুল আহসান পামেল, পলাশবাড়ী আদর্শ কলেজের অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী প্রমূখ। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন চৌধুরী।