শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
কাজিপুর উপজেলায় বাবা-মায়ের ওপর অভিমান করে শুভ আহম্মেদ (১৬) নামে স্কুল ছাত্র বিষপানে আত্মহত্যা করেছে।
নিহত শুভ আহমেদ কাজিপুর উপজেলার প্রত্যন্ত চর তেকানী ইউনিয়নের কান্তনগর গ্রামের হেলালের ছেলে এবং সে তেকানী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয় এক ইউপি সদস্য জানান, গত বুধবার রাত ১০টার দিকে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ঘরে রাখা কিটনাশক পান করলে তাঁর শারিরিক অবস্থা খারাপ হতে থাাকে।
পরে তাকে প্রথমে সিরাজগজ্ঞ সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চিকিৎসকগণ তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে রেফার্ড করে।
বৃহস্পতিবার রাত ২টায় স্বজনরা বগুড়ার উদ্দেশ্যে নেয়ারপথে শুভ মারা যায়। শুক্রবার তার নিজ বাড়ি জানাযা শেষে মরদেহ দাফন করা হয়।