এম, এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু সরকারি কলেজ মাঠে রেড সান ক্লাবের উদ্যোগে নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাগিবুল হাসান রাগিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকিব, রাইহান, সাগর হোসেন, মুন্না হোসেন, রুবেল সরদার, নাজমুল প্রমূখ। এছাড়াও উক্ত খেলায় উপস্থিত ছিলেন রেড সান ক্লাবের সভাপতি সুমন হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ আহম্মেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শকবৃন্দ।
খেলায় টাইবেকারে পালপাড়া একাদশকে ৩-২ গোলে হারিয়ে জামতলা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।