অনুসন্ধানবার্তা ডেস্ক :
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪ থানায় অফিসার ইনচার্জ (ওসি) বদলী হয়েছে।
রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
তার মধ্যে শেরেবাংলা নগর থানা, লালবাগ থানা, কদমতলী থানা ও মুগদা থানার পুলিশ পরিদর্শক পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বদলী হওয়া কর্মকর্তাদের মধ্যে, শেরেবাংলা নগর থানায় ওসি হিসেবে লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক উৎপল বড়ুয়া, লালবাগ থানায় ওসি হিসেবে লজিস্টিকস বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক এমএম মুর্শেদ, কদমতলী থানায় ওসি হিসেবে মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা এবং মুগদা থানার ওসি হিসেবে কদমতলী থানার ওসি জামাল উদ্দিনকে বদলি করা হয়েছে।
একই আদেশে শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশীকে লজিস্টিকস বিভাগে ও লালবাগ থানার অফিসার ইনচার্জ এম আশরাফ উদ্দিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।