স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় র্যাবের অভিযানে ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ আঃ গফুর মন্ডল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ী বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হরিনা মন্ডলপাড়া এলাকার জামাল মন্ডলের ছেলে।
রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন হাটফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা বগুড়ার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।