সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে বেলাল হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত যুবক বগুড়ার গাবতলী উপজেলার আমলিচুকাই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আটককৃত যুবক আটমূল ইউনিয়নের সাতানাপাড়া গ্রামের রিপন মিয়া নামে এক ব্যক্তির স্ত্রীর সাথে দীর্ঘ দিন ধরে পরোকিয়া প্রেমে জড়িয়ে পড়ে।
রিপন তার জীবিকা নির্বাহে ব্যস্ত থাকায় এই সুযোগে ওই গৃহবধূ তার প্রেমিক বেলালকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে আসে। এসময় বেলাল ওই গৃহবধূর বাড়িতে এসে অসমাজিক কাজে লিপ্ত হয়।
তখন স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদেরকে হাতেনাতে ধরে ফেলে। একপর্যায়ে এলাকাবাসী সরকারী জরুরী নম্বর ৯৯৯ নম্বরে ফোন করলে শিবগঞ্জ থানা পুলিশ সোমবার দুপূর ১২টার দিকে ওই পরোকীয়া প্রেমিক যুগলকে আটক করে থানায় নিয়ে আসেন।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে প্রেমিক যুগলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় ওই গৃহবধুর স্বামী রিপনের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করেছেন। ওই গৃহবধূকে তার স্বামীর জিম্মায় দেওয়া হয়েছে।