অনুসন্ধানবার্তা ডেস্ক :
শেরপুরে ধর্ষণ মামলায় বাবুল কবিরাজ (৩১) নামে এক যুবককে ৪৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ট্রাইব্যুনালের (পিপি) অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার বিকেলে শেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: আখতারুজ্জামান এই রায় ঘোষণা করেন।
দন্ডাদেশপ্রাপ্ত আসামি বাবুল কবিরাজ শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে।
মামলাসূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২১ এপ্রিল শেরপুর জেলার চরশেরপুর সাতানিপাড়া গ্রামের এক দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রীকে (১৩) অপহরণ করে নিয়ে যায় বাবুল কবিরাজ। এরপর ঢাকাসহ বিভিন্ন জায়গায় ওই ছাত্রীকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বাবুল। একপর্যায়ে ওই ছাত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
এ ঘটনায় ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর ওই ধর্ষিতার মা বাদী হয়ে ধর্ষক বাবুল কবিরাজের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। গত ২০১৯ সালের ২৩ এপ্রিল আসামির বিরুদ্ধে চার্জ গঠন ও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। ।
এতে অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আদালত ধর্ষক বাবুলকে ৪৪ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।