স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় চোলাই মদ সহ তোজাম আলী (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
গ্রেফতারকৃত তোজাম আলী চরধুনট মধ্যপাড়া এলাকার মৃত ময়েন প্রামানিকের ছেলে।
ধুনট থানার অফিসার (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গ্রেফতারকৃত তোজাম আলী দির্ঘদিন ধরে দেশীয় চোলাই মদ বিক্রি করে আসছিল।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরধুনট এলাকায় অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ১০ লিটার চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী তোজাম আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।