স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় ৫৬ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর একটি দল।
মঙ্গলবার রাতে বগুড়া শহরের কলোনী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- বগুড়া শহরের লতিফপুর কলোনী এলাকার মৃত আজিম কুরাইশির ছেলে রাজু কুরাইশি (৩০) এবং শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকার আব্দুস সাত্তারের ছেলে মো. হোসেন (২০)।
বুধবার সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান অভিযান চালিয়ে ৫৬ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল, মোবাইল এবং নগদ টাকাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।