বগুড়ায় বাউল শিল্পীর মাথা ন্যাড়া করে দেওয়ায় মাতব্বর সহ তিনজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মেহেদী হাসান (১৬) নামে এক বাউল শিল্পীকে মারপিট করে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় এক স্কুল শিক্ষক গ্রাম্য মাতব্বর সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার জুড়ি মাঝপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে শিবগঞ্জ থানা পুলিশ ।

গ্রেফতারকৃত মাতব্বররা হলো- শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জুড়ি মাঝপাড়া এলাকার বাসিন্দা মেজবাউল ইসলাম (৫২), একই গ্রামের শফিউল ইসলাম খোকন (৫৫) ও তারেক রহমান (২০)।

এঘটনা এই ঘটনার শিকার বাউল শিল্পী মেহেদী হাসান শিবগঞ্জ উপজেলার জুড়ি মাঝপাড়া এলাকার বেল্লাল হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা সাজেদুর জানান, মেহেদী হাসান গুজিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির পর্যন্ত লেখাপড়া করেছে। অভাবের কারনে আর পড়াশুনা করতে পারেনি। এক সময় পাশের ধাওয়াগীর গ্রামের বাউল মতিনের সাথে তার পরিচয় হয়। গত কয়েক বছর ধরে মতিন বাউলের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে বাউল গান গেয়ে জীবিকা নির্বাহ করে আসছিল মেহেদী হাসান।

বাউল শিল্পী হওয়ার কারণে মেহেদী হাসান সাদা লুঙ্গি, সাদা ফতুয়া এবং সাদা গামছা ব্যবহার করতো এবং মাথায় লম্বা চুল রেখেছিল।

কিন্তু গ্রেফতারকৃত ওই তিন মাতব্বর বউল শিল্পী মেহেদী হাসানের পরনের পোশাক এবং মাথার চুল নিয়ে বিভিন্ন সময় অশালীন মন্তব্য ও কটাক্ষ করতো।

এ সব নিয়ে মেহেদী প্রতিবাদ করায় ওই তিন মাতব্বর সহ এলাকার আরো কয়েকজন গত ১৮ সেপ্টেম্বর রাতে তার বাড়িতে যায়। তারা মেহেদীকে ঘুম থেকে ডেকে তুলে জোর করে চুল কেটে মাথা ন্যাড়া করে দেয়। এ সময় মেহেদী বাধা দিতে গেলে তাকে মারপিটও করা হয়।

মাতব্বররা ওই সময় তাকে বাউল গান ছেড়ে দিতে বলে এবং মাথার চুল আবার বড় করলে তাকে গ্রাম ছাড়া করার হুমকিও দেয়। ঘটনার পর থেকেই লজ্জা ও ভয়ে এই ক’দিন বাড়ির বাইরে যায়নি মেহেদী।

এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে মোবাইল ফোনের মাধ্যমে বাউল শিল্পীর মাথা ন্যাড়া করে দেয়ার বিষয়টি জানতে পারি। এরপর তাৎক্ষনিক মেহেদীকে পুলিশ হেফাজতে নেই। সেই সঙ্গে অভিযান চালিয়ে রাতেই ওই ঘটনায় জড়িত তিন জনকে আটক করা হয়। পরে আটক তিনজনসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত সহ ৭ জনের বিরুদ্ধে মেহেদী হাসান বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেন।

তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত অমানবিক। এঘটনায় আরো দুইজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে অভিযান চলছে। অসহায় ওই বাউল শিল্পীর পরবর্তী নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।